স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগেই বাংলাদেশকে বড় সুসংবাদ দিয়েছিল ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবার নতুন সুখবর দিল আইসিসি।
আরেক বাংলাদেশিকে আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে সংযুক্ত করেছে আইসিসি। তিনি হলেন মোর্শেদ আলী খান। মূলত সৈকতকে এলিট প্যানেলে যুক্ত করার পর থেকে, বাংলাদেশি একজন আন্তর্জাতিক আম্পায়ারের পদ খালি ছিল। সেই জায়গায় মোর্শেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই মোর্শেদের নাম সুপারিশ করা হয়। আইসিসি সেটিতে অনুমোদন দিয়েছে।
মোর্শেদ ছাড়াও আরও তিন জন আম্পায়ার আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত আছেন। আর তারা হলেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভীর আহমেদ। সব মিলিয়ে আইসিসির আন্তর্জাতিক ও এলিট প্যানেলে এখন ৫ জন আম্পায়ার রয়েছেন বাংলাদেশের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post