স্পোর্টস ডেস্ক: মাঠে ক্রিকেটারদের বাজে আচরণ রুখতে নতুন নিয়ম চালু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর নতুন এই নিয়মের প্রথম শাস্তির মুখোমুখি হতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান।
গত মাস থেকে শুরু করা আইসিসির নতুন নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার আচরণবিধি লঙ্ঘন করলে গুরুত্ব বিবেচনা করে ‘ডিমেরিট’ পয়েন্ট দেওয়া হয়। ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে ওই ক্রিকেটারের নামে। আর দুই নিষেধাজ্ঞা পয়েন্ট মানে পরবর্তী একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে ওই ক্রিকেটারকে মাঠের বাইরে থাকতে হবে।
বাংলাদেশের সাব্বির রহমান আফগানিস্তান সিরিজে প্রথম ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্ত না মানায় এবং পরবর্তীতে আম্পায়ারের সাথে অশালীন ভাষা ব্যবহার করায় দুটি ‘ডিমেরিট’ পয়েন্ট পান।
এরপর রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও শাস্তির খড়গ নামে ডানহাতি এই ব্যাটসম্যানের উপর। বাটলারের সঙ্গে ঘটা অনাকাঙ্খিত ঘটনার জের ধরে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বিরকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। অন্যদিকে বাটলারকে তিরস্কার করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, তিনজনকে একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।
আফগানিস্তান সিরিজের দুই পয়েন্ট ও ইংল্যান্ড সিরিজের এই এক ‘ডিমেরিট’ পয়েন্ট মিলিয়ে সাব্বিরের মোট পয়েন্ট দাঁড়িয়েছে তিন। আর এক পয়েন্ট পেলেই আইসিসির নতুন নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার কবলে পড়বেন ডানহাতি এই ব্যাটসম্যান। যার কারণে আগামী ২৪ মাস বেশ সতর্ক হয়েই খেলতে হবে সাব্বিরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০