স্পোর্টস ডেস্কঃ ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মারুফা আক্তার। ২০২৩ সালের সেরা হওয়ার দৌড়ে চার জনের সাথে সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি।
মারুফার সাথে তালিকায় থাকা বাকি তিন জন হলেন, অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টার। বছরজুড়ে এই উদীয়মান ক্রিকেটাররা দারুণ পারফর্ম করায় এই তালিকায় ঠাই পেয়েছেন।
এর মধ্যে মারুফা ওয়ানডেতে ৯ উইকেট শিকার করেছেন ২০২৩ সালে। আর টি-টোয়েন্টিতে ১০ উইকেট লাভ করেছেন। এর মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার শিকার ৪ উইকেট। সব মিলিয়ে সদ্য সমাপ্ত বছরে তার নামের পাশে ১৯ উইকেট। নিজের পেস, সুইংয়ে নজর কেড়েছেন আলাদাভাবে।
বছরজুড়ে দারুণ পারফরম্যান্স করে এবার তাই বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন মারুফা। এখন আইসিসি নিযুক্ত গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্ধারণ হবে, কে হচ্ছেন ২০২৩ সালের উদীয়মান বর্ষসেরা নারী ক্রিকেটার। আইসিসির ওয়েবসাইটে গিয়ে সমর্থকরা ভোট দিতে পারবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post