আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশের ক্যাপ মুশফিকের মাথায়

0
21

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম গত বছর ওয়ানডে ফরম্যাটে দারুণ সময় কাটিয়েছেন। দুর্দান্ত পারফর্ম করে সুযোগ পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে।

অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মুশফিকের হাতে পৌঁছে দিয়েছে বর্ষসেরা ওয়ানডে একাদশের ক্যাপও। সেই ক্যাপ নিজের মাথায় পড়ে ছবি তুলে ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ার করেছেন এই সিনিযল ক্রিকেটার। গত বছর তিনি ওয়ানডেতে ৯ ম্যাচে করেছেন ৪০৭ রান। একটি শতক আর দু’টি অর্ধশতকের সঙ্গে গড় ছিলো ৫৮.১৪।

আইসিসি অনেক আগেই বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করে। সেই দলে জায়গা করে নেন তিনি। ২০২১ বর্ষসেরা ওয়ানডে একাদশের ক্যাপ সম্প্রতি এসে পৌঁছায় মুশফিকের হাতে। বৃহস্পতিবার সেটি পড়ে তিনি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের স্মারক ক্যাপ উপহার পাঠায়। অন্যান্য দেশের ক্রিকেটারদের মুশফিকও পেয়েছেন আইসিসির স্মারক উপহারটি। ক্যাপের ওপরে লেখা- ‘আইসিসি ওডিআই টিম অব দ্যা ইয়ার।’

বর্ষসেরা ক্যাপ পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে শেয়ার করেন মুশফিক। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ।’

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ (২০২১):: বাবর আজম (অধিনায়ক), পল স্টার্লিং, জানেমান মালান, ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ভানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here