স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। ব্যাট-বল হাতে নিয়মিত সাফল্য পাচ্ছেন। বিশেষ করে গত বছর দুর্দান্ত সময় কাটিয়েছেন বাইশ গজে। ২০২২ সালের ওয়ানডে ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে ছিলেন তিনি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার সেই স্বীকৃতি তিনি হাতে পেয়েছেন। আইসিসি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বর্ষসেরা ক্রিকেটাের স্মারক ক্যাপ।
মেহেদী হাসান মিরাজ নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন এই তথ্য। বর্ষসেরা ক্রিকেটারের স্মারক ক্যাপ হাতে ছবি তূলেও পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন নিজের অনুভূতিও।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে ধন্যবাদ জানিয়ে ফেসবুক পোস্টে মেহেদী হাসান মিরাজ লিখেছেন- ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post