আইসিসির মাস সেরা ইংলিশ ক্রিকেটার

0
56

স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। আইসিসি জুলাই মাসে দুর্দান্ত পারফরম্যান্সের হিসেবে এই ইংলিশ ক্রিকেটারকে মাস সেরার পুরস্কার দিয়েছে।

সেরা হওয়ার দৌড়ে ওকস পেছনে ফেলেছেন স্বদেশী আরেক ক্রিকেটার ওপেনার জ্যাক ক্রাউলি ও নেদারল্যান্ডসের বাস ডি লিদেকে। অ্যাশেজে ব্যাট-বল হাতে দুর্দান্ত সময় কাটিয়ে ছিলেন। সেটার পুরস্কার পেলেন মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে।

অ্যাশেজ সিরিজের শুরুতে সুযোগ পাননি। দুই ম্যাচ পুর সুযোগ মিলে। তাতেই বাজিমাত ওকসের। হেডিংলিতে তৃতীয় টেস্টে সুযোগ পেয়ে দলকে হারের হাত থেকে রক্ষা করেন এই অলরাউন্ডার। দুই ইনিংসে তিনটি করে মোট ৬ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৩২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে দারুণ খুশি ওকস বলেন, ‘জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াতে খুব ভালো লাগছে। অ্যাশেজে আমরা যা কিছু করেছি তা ছিল একটি দলীয় প্রচেষ্টা। প্রত্যেকে তাদের কাজ করেছে। তবে স্বীকৃতি পাওয়া সবসময়ই ভালো লাগার। বিশেষ করে যখন এটি সবার মতামতের ভিত্তিতে হয়।’

অ্যাশেজ সিরিজ দুর্দান্ত ছিলো জানিয়ে এই ক্রিকেটার আরো বলেন, ‘এটি একটি দুর্দান্ত সিরিজ ছিল। আমি খুব খুশি যে এটি সবার মাঝে উদ্দীপনা ছড়িয়ে দিতে পেরেছে। এত সমর্থন পাওয়াটা দারুণ। খেলাটা খুবই উপভোগ্য ছিল।’

এসএনপিস্পের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here