স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসানের। বাংলাদেশের এই সুপারস্টার মার্চ মাসের সেরা হয়েছেন। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব-আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো এই পুরষ্কার জিতেছেন সাকিব।
মার্চ মাসে দারুণ অলরাউন্ড পারফম্যান্স উপহার দিয়েছেন সাকিব। ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান করেছেন। একইসাথে ১৫ উইকেট শিকার করেছেন। এমন পারফম্যান্স সাকিব করেছেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি আলাদা দ্বিপাক্ষীক সিরিজে।
এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারে। তবে টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জিতে টাইগাররা। আর টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে। দুই সিরিজেই ব্যাটে বলে সাকিবের পারফম্যান্স ছিল দেখার মতো।
এই পুরষ্কারের জন্য যারা সাকিবকে মনোনীত করেছেন ও ভোট দিয়েছেন, সবাইকে এই বাঁহাতি অলরাউন্ডার ধন্যবাদ জানিয়েছেন। পুরষ্কার প্রাপ্তির উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেশ।
সাকিব বলেন, ‘এই পুরস্কার জিততে পেরে আমি সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেল, যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ধন্যবাদ দিতে চাই। এ স্বীকৃতির মূল্য আমার কাছে অনেক। কেননা দারুণ সব ক্রিকেটারের বেশ কিছু বিশেষ পারফরম্যান্স ছিল গেল মাসে।’
ক্যারিয়ারে এই নিয়ে দুই বার মাস সেরার পুরষ্কার জিতলেন সাকিব। এর আগে ২০২১ সালের জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন এই তারকা। এদিকে মার্চ মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রুয়ান্ডার ১৯ বছর বয়সী অলরাউন্ডার হেনরিয়েট ইশিময়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা