নিজস্ব প্রতিবেদক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র মাস সেরা খেলোয়াড়ের তালিকায় নাম উঠেছে সাকিব আল হাসানের। মার্চ মাসের সেরা হওয়ার তালিকায় আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব-আমিরাতের আসিফ খান।
সেরা হওয়ার দৌড়ে থাকা এই তিন ক্রিকেটারের মধ্যে যে কারো এক জনের হাতে উঠবে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারটি। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইসিসি সংক্ষিপ্ত তালিকায় থাকা সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন ও আসিফ খান থেকে বেছে নেবে সেরা খেলোয়াড়কে। কেন উলিয়ামসন ও আসিফ খান গত মাস দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। শেষ পর্যন্ত দেখা যাক কার হাতে যায় সেরার পুরস্কারটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post