আইসিসির মাস সেরা বাবর

    0
    11

    স্পোর্টস ডেস্কঃ আইসিসি পুরুষদের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাবর আজম। এ নিয়ে তৃতীয় বারের মত এই পুরষ্কার জিতেছেন পাকিস্তানের অধিনায়ক। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে পরপর দুটি ফিফটি তুলে নেন তিনি। এরপর চলতি এশিয়া কাপে নেপালের বিপক্ষে ঘরের মাঠে খেলেন ১৫১ রানের বিধ্বংসী ইনিংস। সেটাই তাকে মাস সেরা বানিয়েছে।

    আগস্ট মাসে সেরা ক্রিকেটার হওয়ার পথে পাকিস্তান অধিনায়ক বাবর টপকে গেছেন উইন্ডিজ তারকা নিকোলাস পুরান ও পাকিস্তান-সতীর্থ শাদাব খানকে। প্রথম ক্রিকেটার হিসেবে তিনবার মাসসেরার পুরস্কার জিতলেন এই ডানহাতি ব্যাটার। এর আগে ২০২১ সালের এপ্রিল ও ২০২২ সালের মার্চে সেরা হয়েছিলেন তিনি।

    ইতিহাস গড়ে সেরা হয়ে বাবর বলেন, ‘আইসিসির ২০২৩ সালের আগস্টের সেরা ক্রিকেটার হতে পেরে আমি খুবই আনন্দিত। আমার দলের জন্য গত মাসটা খুবই ভালো ছিল, আমি নিজেও দুর্দান্ত কিছু পারফরম্যান্স করেছি। আমি আমার দ্বিতীয় সেঞ্চুরিটি (গত মাসে) মুলতানে করেছি, যা আমার আনন্দকে দ্বিগুণ করেছে।’

    বাবরের চোখে এখন এশিয়া কাপ ও বিশ্বকাপ শিরোপা। আইসিসির দেওয়া বার্তায় বাবরের বক্ত্যব ছিল, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে আমি ফর্মে থাকার সর্বোচ্চটা সুযোগ নিতে চাই। আমি এবং আমার দল পাকিস্তানের ক্রিকেট ভক্তদের আনন্দে ভাসাতে মুখিয়ে আছি।’

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here