স্পোর্টস ডেস্কঃ আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় হয়েছেন উইন্ডিজের গুড়াকেশ মোতি। বাঁহাতি এ স্পিনার পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও আয়ারল্যান্ডের লোরকান টাকারকে টপকে আইসিসির মাস সেরা খেলোয়াড় হয়েছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল উইন্ডিজ। সিরিজজুড়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন মোটি। ৩ ম্যাচে শিকার করেন ৮ উইকেট।
মোতি দ্বিতীয় ক্যারিবীয় ক্রিকেটার, যিনি আইসিসির মাসসেরার স্বীকৃতি পেলেন। এর আগে এ বছরের জানুয়ারির সেরা ছিলেন পেসার শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দারুণ বল করার সুবাদে সেবার সেরা হয়েছিলেন এই পেসার। এদিকে পাকিস্তানের হয়ে মে মাসে বল হাতে উজ্জ্বল ছিলেন আফ্রিদি। মে মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর করে পাকিস্তান। যেখানে আফ্রিদি শিকার করেন সর্বমোট ১০ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে দুইবার ৩ উইকেট শিকার করেছিলেন তিনি, ইংল্যান্ডের বিরুদ্ধে একবার।
এদিকে মে মাসটা স্বপ্নের মত কেটেছে আয়ারল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকারেরও। ৬ ইনিংসে ৩৭.৮৩ গড়ে ২২৭ রান করেন টাকার। এর মধ্যে চার ইনিংস খেলেছেন ছাড়ানো ইনিংস। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেন ৫১ রান, শেষ ম্যাচে খেলেছেন ৪১ বলে ৭৩ রানের চোখ ধাঁধানো ইনিংস। যদিও সিরিজের শেষ দুই ম্যাচে জিততে পারেনি তার দল আয়ারল্যান্ড, জিতেছিল প্রথম ম্যাচে। সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল পাকিস্তান। এদিকে মেয়েদের ক্রিকেটে মে মাসের সেরা হয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। গত সেপ্টেম্বরেও একই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। মাস সেরার লড়াইয়ে আতাপাত্তুর প্রতিদ্বন্দ্বী ছিলেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও ইংল্যান্ডের সোফি একেলেস্টোন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post