স্পোর্টস ডেস্কঃ ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে থাকাদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের ক্রিকেটে সেরা হওয়ার দৌড়ে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের হ্যারি ব্রুকস ও উইন্ডিজের গুদাকেশ মতি।
ইনজুরি কাটিয়ে দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরেছিলেন রবীন্দ্র জাদেজা। আর এসেই বাজিমাত করেছেন তিনি। প্রথম তিন টেস্টে শিকার করেছেন ২১টি উইকেট। এর বাইরে ব্যাট হাতে প্রথম টেস্টে দলের বিপদের মুখে ৭০ রানের দারুণ ইনিংসও খেলেছেন তিনি।
এদিকে ইংল্যান্ডের হয়ে বেশ ফর্মে রয়েছেন হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে দুই হাফ সেঞ্চুরি পেয়েছেন। আর ওয়েলিংটন টেস্টে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এমন পারফম্যান্সেই মাস সেরা হওয়ার দৌড়ে জায়গা পেয়েছেন।
উইন্ডিজের মতি ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন। এই বাঁহাতি স্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়েছেন। এর মধ্যে শেষ টেস্টে ১৩ উইকেট লাভ করেছেন।
নারীদের ক্রিকেটে সেরা হওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, ইংল্যান্ডের ন্যাট স্কিভার-বান্ট ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। খুব শীঘ্রই কে সেরা, সেটা আনুষ্ঠানিকভাবে জানাবে আইসিসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা