স্পোর্টস ডেস্ক: যেনো ঘোড়ায় চড়ে আইসিসি র্যাঙ্কিংয়ে এগুচ্ছেন তিনি। দুই লাফে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অভিষে সিরিজেই সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার বোলিং নৈপুর্ণ্যেই প্রথমবারের মত ইংল্যান্ড বধ করেছে বাংলাদেশ।
সে আনন্দ উল্লাস ভাসছে বাংলাদেশ। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে এলো আরো একটি সু-সংবাদ। মাত্র দুই টেস্ট খেলেই আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের ৩৩ নম্বরে উঠে এসেছেন মিরাজ। যেনো ঘোড়ায় চড়ে দুই লাফে এগিয়ে গেলেন তিনি।
টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে প্রথম টেস্ট পা–ই রেখেছিলেন ৬১ নম্বর দিয়ে। সেখান থেকে দ্বিতীয় টেস্ট খেলে আরেক লম্বা লাফ দিয়ে উড়ে এসে চলে এলেন ৩১–এ।
চট্টগ্রামেই টেস্ট অভিষেক। অভিষেকেই ৭ উইকেট নিয়ে প্রথম র্যাঙ্কিংয়ের খাতায় নাম লেখান। সেরা ১০০–তেই জায়গা করে নিয়েছেন। ছিলেন ৬১ নম্বরে। মিরপুর টেস্টে গুনে গুনে নিলেন ১২ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০