আইসিসির শাস্তি পেলেন মাশরাফি-সাব্বির

0
0

স্পোর্টস ডেস্ক: জস বাটলারের আউট নিয়ে হওয়া বির্তকিত ঘটনার রেশ শেষ পর্যন্ত আইসিসিতেই গেলো। আইসিসির শাস্তির পেলেন সাব্বির রহমান ও মাশরাফি বিন মর্তুজা। আর তিরস্কার পেলেন জস বাটলার।

খেলোয়াড়দের জন্য আইসিসির নীতিমালা ভাঙার দায়ে শাস্তি হিসেবে এই দুজনের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সোমবার এই সিদ্ধান্ত জানায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাশরাফি ও সাব্বির খেলোয়াড়দের জন্য আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে কোনো ক্রিকেটারের আউটের পর তাকে ক্ষ্যাপানো বা তাকে খুঁচিয়ে আগ্রাসী করার মতো ভাষা, কাজ বা অঙ্গভঙ্গী করার সঙ্গে সম্পর্কিত।

আর ইংলিশ অধিনায়ককে আইসিসির আচরণবিধির ২.১.৪ অনুচ্ছেদ অনুযায়ী তিরস্কার করা হয়েছে। এই অনুচ্ছেদে বলা আছে, ম্যাচ চলাকালীন প্রতিক্রিয়ায় এমন ভাষা অথবা অঙ্গভঙ্গি করা যেটা দৃষ্টিকটু, অশ্রাব্য, আক্রমণাত্মক অথবা অপমানজনক।

এছাড়াও মাশরাফি, সাব্বির ও বাটলার তিনজনের ডিসিপ্লিনারি রেকর্ডে এক পয়েন্ট করে যোগ হয়েছে। গেল ২২ সেপ্টেম্বর থেকে চালু হওয়া আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো প্লেয়ার এর দুই বছরে চার পয়েন্ট হয়ে যায় তাহলে, দুইটি ওয়ানডে, দুইটি টি-টোয়েন্টি বা একটি টেস্ট ম্যাচে এ নিষিদ্ধ হবে।

রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে। তাসকিনের পঞ্চম ওভারের প্রথম বলটি, অর্থাৎ ২৮তম ওভারের প্রথম বলটি ব্লক করতে পারেননি বাটলার। এলবিডব্লিউয়ের জন্য জোরালো আবেদন আসে বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু মন গলেনি আম্পায়ারের। পরবর্তীতে রিভিউ আবেদনবে দেখা যায়, আউট হয়েছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here