নিজস্ব প্রতিবেদক:: দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন নাজমুল হোসেন শান্ত। আইসিসির সেরা পারফর্মাদের সংক্ষিপ্ত তালিকায় তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে শান্তের সঙ্গে আছেন পাকিস্তানের বাবর আজম, আয়ারল্যান্ডের হ্যারি ট্যাক্টর।
এক সময়ের আলোচিত-সমালোচিত শান্ত গত কয়েকটা সিরিজ থেকে ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন। বিপিএলের পর থেকে রীতিমতো উড়ছেন তিনি। বাইশ গজে ব্যাট হাতে জবাবা দিয়েছেন সমালোচকদের। এবার সেটার পুরস্কারও পাচ্ছেন তিনি।
আইসিসি মঙ্গলবার মে মাসের সেরা পারফর্মাদের তালিকা করেছে। বাবর, শান্ত ও হ্যারি ট্যাক্টরের এই তালিকা থেকে একজনের হাতে উঠবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার। বাংলাদেশ, পাকিস্তান ও আয়ারল্যান্ডের এই তিন ব্যাটারই মে মাস দুর্দান্ত কাটিয়েছে। রানের পর রান করে গেছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার হাতে উঠে মাস সেরা খেলোয়াড়ের খেতাব।
বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত এই প্রথমবার আইসিসির মাস সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন। দিনে দিনে তিনি পরিণত হচ্ছেন। টাইগারদের ব্যাটিংয়ে ভরসা হয়ে উঠছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post