স্পোর্টস ডেস্কঃ অবশেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সম্প্রচার নিয়ে সুসংবাদ শুনলো টাইগার সমর্থকরা। এখন চাইলেই বাংলাদেশের সমর্থকরা টেলিভিশনে সরাসরি সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন।
দেশের কোনো চ্যানেলেই সরাসরি দেখা যাবে না বাংলাদেশের খেলা। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখানোর জন্য সম্প্রচার স্বত্ত্ব কিনেছে প্রিমিয়ার স্পোর্টস। তবে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলকে দেওয়া হয়নি স্বত্ত্ব।
মূলত বাংলাদেশের চ্যানেলগুলো প্রিমিয়ার স্পোর্টস থেকে ফিড কিনে, সরাসরি খেলা দেখানোর জন্য প্রস্তুত ছিল। তবে এর জন্য বিপুল অর্থ দাবি করেছিল তারা। যা অত্যাধিক মনে হয়েছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর কাছে। যে অর্থ চাওয়া হয়েছে, তা দেশীয় বিজ্ঞাপন দিয়েও মেটানো সম্ভব হতো না। যার ফলে ক্ষতির মুখে পড়তো চ্যানলগুলো।
একারণেই বাংলাদেশি কোনো চ্যানেল সরাসরি সম্প্রচারের জন্য স্বত্ত্ব কেনেনি। যার জন্য বাংলাদেশে সরাসরি খেলা দেখানো নিয়ে শঙ্কা জাগে। এক প্রকার নিশ্চিতই ছিল, খেলা দেখতে পারবেন না বাংলাদেশের সমর্থকরা। তবে সিরিজ শুরুর একদিন আগে মিলেছে সুসংবাদ।
আইসিসির নিজস্ব টিভিতে সরাসরি খেলা দেখা যাবে। আর সেটা একেবারে বিনামূল্যে। শুধুমাত্র ফ্যান একাউন্ট রেজিস্ট্রেশনের মতো ছোট্ট কাজ সম্পন্ন করেই সরাসরি আইসিসি টিভিতে খেলা দেখতে পারবেন সমর্থকরা।
আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাধারণত আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়। তবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দেখতে হলে একটি ফ্যান একাউন্ট খুলতে হবে। সুনির্দিষ্ট কিছু তথ্য দিয়ে বিনামূল্যেই একাউন্ট করা যাবে। আর সেই একাউন্ট দিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ দেখা যাবে সরাসরি।
ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামি ৯ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় (৩ টা ৪৫ মিনিট) শুরু হবে ম্যাচ। ১২ মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ মে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post