স্পোর্টস ডেস্কঃ শুধু ইংল্যান্ডের টেস্ট দলের দারুণ নেতৃত্বই নয়, ব্যাট-বল হাতেও দুর্দান্ত ছিলেন বেন স্টোকস। পেলেন তার পুরষ্কার। আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন এ অলরাউন্ডার। সতীর্থ জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। বৃহস্পতিবার এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে ২০২২ সালের বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি।
স্টোকস ১৫ টেস্টে গত বছর ৮৭০ রান করেছেন। দুটি সেঞ্চুরি ও চারটি ফিফটি পেয়েছেন। বল হাতে নিয়েছেন ২৬ উইকেট। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেন অসাধারণ এক ইনিংস। প্রথম টেস্টে হারের পর ১০৩ রানের অপরাজিত ইনিংসটিতেই ঘুরে দাঁড়ায় ইংলিশরা। বল হাতে ৪ উইকেট নিয়েও রাখেন দারুণ ভূমিকা। সিরিজে স্টোকসের মোট শিকার ছিল ১০ উইকেট।
গত বছর কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও স্টোকসের জুটি পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে। ওই সিরিজে ৫.৫০ গড়ে রান তুলেছে ইংলিশরা। যেটাকে টেস্ট ক্রিকেটের ‘বাজ বল থিওরি’ বলা হচ্ছে। ভারতের বিপক্ষে একটি টেস্টে অসাধারণ খেলেছে ইংলিশরা।
অধিনায়ক হিসেবে স্টোকসের অধীনে আক্রমণাত্মক মনোভাবে খেলতে থাকা ইংল্যান্ড ১০ টেস্টের মধ্যে জিতেছে ৯টিতেই। প্রোটিয়া ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে তারা। ভারতের বিপক্ষে পিছিয়ে পড়া টেস্ট সিরিজটি শেষ করে ২-২ সমতায়। পাকিস্তানের মাটিতে টেস্টে লিখেছেন ইতিহাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post