স্পোর্টস ডেস্কঃ আইসিসি মে মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিমের। চট্টগ্রাম ও ঢাকায় গত মাসে দুই টেস্টে দারুণ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। মাস সেরা ক্রিকেটারের তালিকায় অন্য দু’জন শ্রীলঙ্কার। ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও বোলার কাসুন রাজিথা আছেন তালিকায়।
চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান করেন মুশফিক। পরের ম্যাচেও তার ব্যাট থেকে আসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস। সিরিজে দুই সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি র্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন মুশফিক। এক লাফে আট ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে গেছেন এ অভিজ্ঞ তারকা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ম্যাথিউজও। দুই টেস্টে ডানহাতি এই ব্যাটার করেছিলেন ৩৪৪ রান। যেখানে প্রথম টেস্টে খেলেছিলেন ১৯৯ রানের ইনিংস। ঢাকা টেস্টেও অপরাজিত ১৪৫ রান করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সে ম্যাথিউসও জায়গা পেয়েছেন মে মাসের সেরা হওয়ার তালিকায়।
তৃতীয় ক্রিকেটার হিসেবে মে মাসের সেরা হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন আসিথা। চট্টগ্রামে ৩ উইকেট নেয়ার পর ঢাকা টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। দুই ম্যাচে ১০ উইকেট নেয়া আসিথা জায়গা পেয়েছেন অনুমেয়ভাবেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০