স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানে পেছনে ফেলে হারানো স্থান পুরুদ্ধার করেছে ভারতীয় দল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র ওয়ানডে র্যাংকিংয়ে নিজেদের পুরনো জায়গায় ফিরেছে ভারতীয় দল। ইংল্যান্ডকে গত রাতে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। তাতেই পরিবর্তন এসেছে র্যাংকিংয়ে।
ভারত ওয়ানডে র্যাংকিংয়েও তিনে ছিলো। তবে পাকিস্তান তাদেরকে হটিয়ে তৃতীয় স্থানে উঠেছিলো। মাস খানেকের ব্যবধানে ভারতীয় দল পুনরায় তিনে উঠে। আর তাতে চার নম্বরে নেমে যেতে হয়ে পাকিস্তানকে। বরাবরের মতো ওয়ানডে র্যাংকিংয়েও সবার উপরে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৭।
১২২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। তৃতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১০৮। চার নম্বরে আছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ১০৬। পাঁচ নম্বরে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১০১। ছয় নম্বরে থাকা সাউথ আফ্রিকার রেটিং পয়েন্ট ৯৯। সাতে আছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ৯৬।
বাংলাদেশের পরেই আছে শ্রীলঙ্কা। আটে থাকা দলটির রেটিং পয়েন্ট ৯২ রান। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭১। ক্যারিবিয়ানদের পরেই আছে আফগানিস্তান। দশে থাকা দলটির রেটিং পয়েন্ট ৬৯। ১১তম স্থানে আছে আয়ারল্যান্ড। বারতে স্কটল্যান্ড, তেরতে সংযুক্ত আরব-আমিরাত। ১৪তে নেদারল্যান্ড আর ১৫ নম্বরে আছে জিম্বাবুয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০