আউট হননি, তবুও ২ রানের জন্য সেঞ্চুরি হলো না ভারতীয় ক্রিকেটারের

0
18

স্পোর্টস ডেস্ক:: আশায় ছিলেন সেঞ্চুরি হবে। তবে ভারতীয় ক্রিকেটারের আশা আর পূরণ হলো না। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন শুভমান গিল। সেই অপেক্ষা আর ফুরাবে না। বৃষ্টির কারণে ম্যাচের ইনিংস তার অপেক্ষা ফুরানোর আগেই সমাপ্ত করে দেন আম্পায়াররা।

সফরকারী ভারত ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় এক দিনের ম্যাচটিতে দফায় দফায় বৃষ্টি আঘাত হানে। দ্বিতীয়বারের মতো বন্ধ হওয়া ম্যাচটি আবার শুরু হয়েছে। তবে কার্টেল ওভারের কারণে আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারতীয় দল। ৩৬ ওভারে ৩ উইকেটে ২২৫ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ৯৮ রানে তাই অপরাজিত থেকে যান ভারতের ওপেনার শুভমান।

নির্ধারিত ৫০ ওভার থেকে ম্যাচ কার্টেল ওভারে নিয়ে আসেন আম্পায়াররা। ৪০ ওভার নির্ধারণ করে দেন ম্যাচের দৈর্ঘ্য। তবে দ্বিতীয় দফা বন্ধ হওয়া ম্যাচে আম্পায়াররা ভারতের ইনিংসের ইতি টানে। তাতে করে বৃষ্টি আইনে ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ৫৭ রান। টস জিতে ব্যাট করতে নামা ভারত দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু করে। শিখর ধাওয়ান ও শুভমান গিল শতরানের উদ্বোধনী জুটি গড়েন। ইনিংসের ২৩তম ওভারের পঞ্চম বলে ফিফটি করে ধাওয়ান ফিরলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। সাত চারে ৭৪ বলে ৫৮ রান করেন ভারতের অধিনায়ক। তার আগেই বৃষ্টি আঘাত হানে ম্যাচটিতে।

বৃষ্টি থামার পর পুনরায় খেলা শুরু হলে আম্পায়াররা ৪০ ওভারে নামিয়ে আনেন ম্যাচ। ৩৬ ওভার শেষেই আবার আঘাত হানে বৃষ্টি। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরির অপেক্ষা‍য় আছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। সাত চার ও দুই ছক্কায় ৯৮ বলে ৯৮ রান করে অপরাজিত আছেন তিনি। ৬ রানে অপরাজিত আছেন সাঞ্জু স্যামসন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে হেইডেন ওয়ালশ ২টি উইকেট লাভ করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here