আউট হয়ে গেলেন হৃদয়ও, বাংলাদেশকে ফেলে দিলেন বিপদে

0
44

স্পোর্টস ডেস্কঃ উইকেটে সেট হয়ে যাওয়া লিটন দাসের বিদায়ের পর তামিম ইকবালের ফিফটিতে ভালো কিছুর আভাস মিলছিল। কিন্তু মূহুর্তেই সেটি বিলিন হয়ে গেল। ফর্মে থাকা বাংলাদেশ দলের তরুণ তুর্কি তাওহীদ হৃদয় আউট হয়ে পড়েছেন। ব্যক্তিগত মাত্র ১৩ রানে জর্জ ডকরেলের বলে বোল্ড আউট হয়ে দলকে বিপদের মুখেই টেলে দিলেন তিনি।

লিটন আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে এদিন সুবিধা করতে পারলেন না টাইগারদের এই সম্ভাবনাময় ক্রিকেটার। ২৮তম ওভারের শেষ বলে হৃদয়ের সাথে ভাঙে তামিমের ২২ রানের জুটি। অল্প সময়ের ব্যবধানে লিটন ও হৃদয়ের গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বিপাকেই পড়েছে বাংলাদেশ দল।

দলীয় ১৫৯ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এই মূহুর্তে টাইগারদের হয়ে লড়ছেন দুই প্রিয় বন্ধু তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সবশেষ সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান। অধিনায়ক তামিম ৭১ বলে ৫৭ ও মুশফিকুর রহিম ৮ বলে ৩ রান করে অপরাজিত আছেন।

সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের চেমসফোর্ডে এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নিজেদের ইনিংসের শুরুর দিকে চতুর্থ ওভারের তৃতীয় বলে দলীয় ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ১৪ বলে ৪ রানে সাজঘরে ফিরেন ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদার। মার্ক অ্যাডায়ারের বলে মারতে গিয়ে ব্যাটে-বলে ভালোভাবে সংযোগ না হওয়ায় ব্যাটের কানায় লেগে সোজা উইকেটের পেছনে থাকা লরকান টাকারের হাতে চলে যায়।

রনির বিদায়ের পর উইকেটে এসে বেশ ভালোভাবেই খেলছিলেন শান্ত। ফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার অবশ্য এদিন খুব বেশি বড় ইনিংস খেলতে পারেননি। ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬৭ রানের মাথায় শান্ত প্যাভেলিয়নে ফিরেছেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এই ম্যাচে ৭ বাউন্ডারির মারে ৩২ বলে খেলেন ৩৫ রানের ইনিংস। অধিনায়ক তামিমের সাথে ভাঙে তার ৪৯ রানের জুটি।

রনি-শান্তর বিদায়ের পর উইকেটে আসে লিটন দাস। তবে ভালো শুরু পেয়েও বড় রান করতে পারেননি লিটন। ডানহাতি এই ব্যাটার ব্যক্তিগত ৩৫ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। দলীয় ১৩৭ রানের মাথায় লিটনের বিদায়ে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ দল।

দীর্ঘ ৮ বছর পর ওপেনিং ছেড়ে চার নম্বরে ব্যাট করতে নামেন লিটন দাস। তবে ইনিংসকে খুব বেশি বড় করতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রাইনের করা ২৪তম ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে মার্কা অ্যাডায়ারের তালুবন্দি হন। এতে করে তামিম ইকবালের সাথে তার ৭০ রানের দারুণ এক জুটি ভাঙে। আউট হওয়ার আগে ৩৯ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলে যান এই ডানহাতি তারকা।

এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here