স্পোর্টস ডেস্ক:: জীবন-মৃত্যুর লড়াইয়ে অসংখ্য মানুষের ভালোবাসায় আর প্রার্থনায় ফিরে এসেছেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিকেএসপিতে প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তিনি।
অবস্থা এতোটাই সঙ্কটাপন্ন হয়েছিলো, অনেকে ধরেই নিয়ে ছিলেন তামিম ইকবাল আর বেঁচে নেই। তার আপন চাচা, বিসিবির প্রভাবশালী পরিচালক আকরাম খানের কাছে সেই রকমই খবর দেওয়া হয়। মিরপুরে স্বাধীনতা দিবসের ম্যাচ শেষে আকরাম খান সাংবাদিকদের এমন তথ্যই জানিয়েছেন।
আকরাম খান জানিয়েছেন, শুধু সংকটাপন্নই নয়, তার কাছে বলা হয়েছিল ‘তামিম ইজ নো মোর’। মিরপুরে আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম আর নেই। এটা কল্পনা করতে পারিনি। কোনোদিন ভাবিওনি এ ধরনের খবর শুনব। এত অল্প বয়সী ছেলে। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সের। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি। যেহেতু রিং লাগাতে যাচ্ছে, তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে।’
ঈদের আগেই তামিম ইকবালকে বাসায় নেওয়া হবে জানিয়ে আকরাম খান বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দু-তিনদিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’
বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে বিদেশে নেওয়ার চিন্তাও আছে পরিবারের। আকরাম খান বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে-রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হবো। টেনশনটা রাখতে চাচ্ছি না।’
ডিপিএলের ম্যাচ চলাকালে বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। এরপর তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়। কিন্তুু সে সময় তামিমের পালস পাওয়া যাচ্ছিলো না। একজন ফিজিও টানা ২২ মিনিট ধরে সিপিআর দেন তামিম ইকবালকে। মূমূর্ষ অবস্থা দেখে হেলিকপ্টারে না উঠিয়ে তাকে পুনরায় সাভারের ওই হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা দ্রুত তামিমের হার্টে রিং পরান। এরপরই তামিমের জ্ঞান ফিরে আসে। সেখানে দু’দিন চিকিৎসা নেওয়ার পর বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার ঢাকার এভারকেয়ার হাসপাতালে আসেন। সেখানেই এখন চিকিৎসাধীন আছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০