নিজস্ব প্রতিবেদকঃ মাত্র ৫৭ রানে নেই ৫ উইকেট। প্রথম ইনিংস শেষে স্কোরটা ছিল ৫ উইকেটে ৯২ রান। সেখান থেকে দ্বিতীয় সেশন শেষে স্কোর লাইন ৫ উইকেটে ২১৪ রান। চা-বিরতির আগে টাইগার বোলারদের বিপক্ষে আক্রমণাত্বক ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ১২৫ রান তুলে নিয়েছে লঙ্কানদের দুই ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনের এমন দারুণ জুটিতে ম্যাচে ফিরেছে শ্রীলঙ্কা দল। দুজনই ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথে রয়েছেন।
প্রথম সেশনের শেষ দিকে আক্রমণাত্বক হওয়া শুরু করে শ্রীলঙ্কা দল। ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে সেশন পার করে সফরকারীরা। আর সেই জুটি মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে এসে আক্রমণের ধার বাড়িয়ে দেয় আরও। টাইগার বোলারদের উপর চড়াও হয়ে রান বাড়িয়ে নেন দ্রুত। বাংলাদেশের পেসারদের পর স্পিনাররা আক্রমণে এসেও ভাঙতে পারেনি জুটি।
এতে করে ১৬০ রানের অবিছিন্ন জুটিতেই দ্বিতীয় সেশন পার করে দেন দুই ব্যাটার। ধনাঞ্জয়া ও কামিন্দু দুজনই ফিফটি হাঁকিয়ে রয়েছেন সেঞ্চুরির পথে। ধনাঞ্জয়া ডি সিলভা ৮৩ ও কামিন্দু মেন্ডিস ৭৫ রান করে অপরাজিত আছেন চা-বিরতির আগ পর্যন্ত।
Discussion about this post