নিজস্ব প্রতিবেদকঃ তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পেসারদের তোপে ষষ্ঠ ওভারেই ৩ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। মিরপুরে আজ ব্যর্থ হয়েছেন দুই ওপেনার- জাকির হাসান ও তানজিদ হাসান। এরপর ফিরে গেছেন তাওহিদ হৃদয়ও।
টেস্ট অভিষেকে সেঞ্চুরির হাঁকিয়ে রেকর্ড গড়া জাকির ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক রাঙাতে পারলেন না। ১ রানের বেশি করতে পারেন নি আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়েছেন তিনি। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।
মিলনের অফের বল ড্রাইভ করতে গিয়ে জাকির ফিরলেন ইনসাইড এজ হয়ে। বাংলাদেশ ৬ রানে হারালো প্রথম উইকেট। পরের ওভারেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান। ট্রেন্ট বোল্টের চতুর্থ স্ট্যাম্পে করা বল খোঁচা দেন তানজীদ। স্লিপে ধরা পড়েন ফিন অ্যালেনের হাতে। ৮ রানে দ্বিতীয় উইকেট হারানো দলকে ১৮ রানের বেশি দিতে পারেন নি হৃদয়।
উইকেটে এসে প্রথম বলেই বোল্টকে ৪ মেরেছেন। আক্রমণাত্মক মেজাজে থাকা হৃদয় এরপর আরও দুটি চার মেরেছেন। সব মিলিয়ে ভালো শুরুর ইঙ্গিত। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। মিল্নের বলে ইয়ংকে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন ১৭ বলে ১৮ রান করে। ৩ চার হাঁকিয়ে বিদায় নিতে হয় তাঁকে। দলীয় ৩৫ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০