স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। বিশেষ করে জাকির হাসানের ঝড়ো ব্যাটিংয়ে। তাতে ৬ ওভারেই ৩৭ রান তুলে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ। জিততে আরও প্রয়োজন ১৪৮ রান। জাকির ১ চার ও ২ ছক্কায় ২৭ ও সাদমান ইসলাম ৮ রান নিয়ে ব্যাট করছিলেন।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য এখনও বাকী দিনের এক সেশনসহ আগামীকাল পুরোদিন। আর জিততে পারলে প্রথমবার কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। বিদেশে এখনও পর্যন্ত বাংলাদেশে একমাত্র সিরিজ জয়টি ছিল ২০০৯ সালে উইন্ডিজের বিপক্ষে। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলায় সেবার দ্বিতীয় সারির দল খেলিয়েছিল ক্যারিবিয়ানরা।
এর আগে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংস গুঁটিয়ে দেওয়ার নায়ক টাইগার পেসাররা। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। নাহিদ রানা ক্যারিয়ার সেরা বোলিংয়ে পেয়েছেন ৪ উইকেট। প্রথমবার ইনিংসে পুরো ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসানের পঞ্চম উইকেটেই থেমেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। স্বাগতিকেরা ৪৬.৪ ওভার ব্যাট করে তুলেছে ১৭২ রান। প্রথম ইনিংসে ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ১৮৪ রানের। অর্থ্যাৎ, ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৮৫ রান। চা বিরতির আগ পর্যন্ত সেটিকে আর কমিয়ে এনেছেন জাকির-সাদমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০