স্পোর্টস ডেস্ক:: আক্রমণ-পাল্টা আক্রমণ। দরুণ রোমাঞ্চকর এক লড়াই দেখছে ফুটবল বিশ্ব। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের কাতার বিশ্বকাপে অস্তিত্ব রক্ষার লড়াই। স্পেনের বিপক্ষে হারলেই বিদায় কাতার থেকে। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধ শেষে হতাশ জার্মানের সমর্থকেরা।
আক্রমণ-পাল্টা ফুটবলের মহারণে যেনো ‘মহাযুদ্ধ’ চলছে জার্মান-স্পেনের। যে লড়াইয়ে কেউ এগিয়ে যেতে পারেনি প্রথমার্ধ পর্যন্ত। তাতে হতাশ জার্মানের সমর্থকেরা। পুরো ম্যাচ এখনো শেষ হয়নি, বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত নয়। তবে কাতারে টিকে থাকতে হলে ম্যাচের নিয়ন্ত্রণ যে নিতে হবে।
কিন্তুু প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করেও মিলেনি সাফল্য। শেষ দিকে গিয়ে গোল করেও লিড নিতে বঞ্চিত জার্মান। দুর্ভাগা অফসাইডে বাতিল হয়েছে এগিয়ে যাওয়ার গোল। শেষ পর্যন্ত তাই গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয়েছে টমাস মুলারদের।
ম্যাচের শুরু থেকেই শুরু দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের ‘মহড়া’। দারুণ এক ফুটবলীয় যুদ্ধ। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। জার্মানি আক্রমণ করছে তো পরক্ষণেই আক্রমণে স্পেন। প্রথমার্ধের শেষ দিকে ন্যয়াররা সুযোগ পেয়ে ছিলেন এগিয়ে যাওয়ার। তবে আর লিড নেওয়া হয়নি।
ম্যাচের ৪০তম মিনিটে রদ্রিগের গোলে লিড নিয়েছিলো জার্মানি। পরক্ষণেই ভিএআর রেফারি জানিয়ে দেন, অফসাইড। গোলটি বাতিল হয়ে যায়। জার্মানদের আর এগিয়ে যাওয়া হয়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাই মরণ কামড় দিতে হবে টমাস মুলারদের। বিশ্বকাপে টিকে থাকতে হলে যে জিততেই হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০