স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে লিভারপুল। চলতি মৌসুমে একের পর এক ম্যাচে পয়েন্ট হারাতে থাকা লিভারপুল ৬ ম্যাচের মধ্যে চতুর্থবারের মত পয়েন্ট হারালো। শনিবার রোমাঞ্চ, উত্তেজনার ভেলায় ভেসে অলরেডদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
গুডিসন পার্কে ‘মার্সিসাইড ডার্বি’ গোলশূন্য ড্র হয়েছে। যদিও একবার জালে বল পাঠিয়েছিল এভারটন। কিন্তু ভিএআর বাতিল করে দেয় গোলটি। কনর কোডি লিভারপুলের জালে বল পাঠান। তবে তিনি অফসাইডে ছিলেন।
পুরো ম্যাচে অসাধারণ কিছু সেভ করে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ম্যাচের পুরো সময় খেলেও নামের সুবিচার করতে পারেন নি অলরেড তারকা মোহাম্মদ সালাহ। দারউইন নুনেজও সুবিধা করতে পারেন নি।
৬ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে এভারটন। শীর্ষে আছে আর্সেনাল। মিকেল আর্তেতার অধীনে উড়ন্ত ফর্মে আছে গানাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০