আগস্টে আবারো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন মুমিনুল

0
9

স্পোর্টস ডেস্ক:: নেতৃত্ব হারিয়ে টেস্ট একাদশ থেকেও বাদ পড়েছেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন তিনি। তবে মাস খানেকের ব্যবধানে আবারো তাকে ওয়েস্ট সফরে যেতে হবে। বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ‘এ’ দলের সিরিজে সুযোগ পাবেন কক্সবাজারের এই ক্রিকেটার।

ইতিমধ্যে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, একাদশ থেকে বাদ পড়া মুমিনুলকে যেনো ‘এ’ দলে রাখা হয়। তাকে ফর্মে ফেরাতে যা যা করণীয় তার সব কিছুই করবে বোর্ড। বাংলাদেশ ‘এ’ দল জুলাইয়ের শেষ দিকে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে। সিরিজে দু’টি চার দিনের আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি ওয়ানডে ফরম্যাটের ম্যাচ হবে।

‘এ’ দলের সবগুলো ম্যাচই রাখা হয়েছে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। ক্যারিবিয়ান দ্বীপ দেশটিতে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে ভ্রমণ যাত্রা অনেক কষ্টকর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন ভ্রমণ জঠীলতা দূর করতে সবগুলো ম্যাচই এক ভেন্যুতে হবে।

ফিরতি সফরে বাংলাদেশেও আসবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের সূচি ইতিমধ্যে প্রস্তুুত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে ৪ আগস্ট। দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট। স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচগুলো অনুষ্টিত হবে।

চার দিনের দুই ম্যাচের পর এক দিনের তিনটি ম্যাচ অনুষ্টিত হবে। সবগুলো ম্যাচও চার দিনের ভেন্যু ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ১৬ আগস্ট হবে। দ্বিতীয় ম্যাচটি ১৮ আগস্ট ও তৃতীয় ম্যাচটি অনুষ্টিত হবে ২০ আগস্ট। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়।

দীর্ঘ কয়েক বছর পর ‘এ’ দল যাচ্ছে সিরিজ খেলতে। ২০১৯ সালে সবশেষ ‘এ’ দলের সিরিজ হয়েছিলো। সেবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলে ছিলো বাংলাদেশ ‘এ’ দল। মাঝের এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘এ’ দলের কোনো প্রোগ্রাম আয়োজন করতে পারেনি।

এসএনপিস্পার্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here