আগামি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ- বিসিবি সভাপতি পাপন

    0
    28

    স্পোর্টস ডেস্ক: গত ওয়ানডে বিশ্বকাপে বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। সফল অধিনায়ক মাশরাফির হাত ধরেই প্রথম বারের মত বিশ্বকাপে নক আউট পর্বের কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। হয়তো আর বহুদূর যেতো পারতো। কিন্তুু আম্পায়ারদের সিদ্ধান্তের বলী ভারতের কাছে বির্তকিত ভাবে হেরে আসতে হয়েছে।

    তবে আগামি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপিত নাজমুল হাসান পাপন এমনটিই জানিয়েছেন।

    মাশরাফির হাত ধরে গত দেড় বছরে ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে টাইগাররা।

    গত দু’দিন আগেই আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে ঘরের মাঠে ওয়ানডেতে টানা ছয়টি সিরিজ জিতলেন সাকিব-তামিম-মুশফিকরা।

    জয়ের এই ধারাবাহিকতায় ইংল্যান্ড সিরিজে ধরে রাখতে পারলেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। এমনকি খেলতে হবে না বাছাই পর্বেও। এমনটাই আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

    সোমবার বিসিবি সভাপতি গণমাধ্যমকে জানান, “বাংলাদেশ দল যেভাবে পারফর্ম করছে, এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০১৯ বিশ্বকাপ সরাসরি খেলবেন টাইগাররা।”

    ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে মোট দশটি দল অংশ নিলেও সরাসরি খেলবে আটটি দল। বাকি দুই দলকে আসতে হবে বাছাই পর্ব খেলে।

    আইসিসি র‌্যাঙ্কিংয়ে বর্তমানে মাশরাফির দল রয়েছে সাত নম্বরে। টাইগারদের সংগ্রহ ৯৫ রেটিং পয়েন্ট। ছয় পয়েন্ট বেশি নিয়ে টাইগারদের ঠিক উপরে অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনীর ১০১ পয়েন্ট।

    ১০৭ রেটিং নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড দল এখন বাংলাদেশে। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিলে লঙ্কানদের পেছনে ফেলে তালিকার ষষ্ঠ স্থানে উঠে যাবে মাশরাফি-সাকিবের দল। তাহলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here