স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিজেদের কোচিং স্টাফকে সাজাচ্ছে দলগুলো। যার ধারবাহিকতায় কাজ করছে লখনৌ সুপার জায়ান্টসও। নিজেদের প্রধান কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারকে ছেড়ে জাস্টিন ল্যাঙ্গারকে নিয়োগ দিয়েছে দলটি।
এবার বাকি কোচিং স্টাফের দিকে নজর দিয়েছে লখনৌর ম্যানেজম্যান্ট। যার ফলে পেস বোলিং কোচ হিসেবে মরনে মরকেলকে চুক্তি নবায়ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। মরকেলে কাজে খুশি হয়ে আরও এক বছরের জন্য তাকে রেখে দিচ্ছে লখনৌ। প্রধান কোচকে ছাড়লেও, বোলিং কোচকে রেখে দিয়েছে দলটি।
মূলত নতুন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের পছন্দের তালিকায় আছেন মরকেল। এছাড়া দলটির টিম মেন্টর গৌতম গম্ভীরেরও গুডবুকে নাম আছে সাবেক প্রোটিয়া পেসারের। যার ফলে ৩৮ বছরের মরকেলের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে লখনৌ।
খেলোয়াড়ি জীবনে আইপিএলে বিভিন্ন দলের হয়ে মাঠ মাতিয়েছেন মরকেল। তবে কোচ হিসেবে একমাত্র লখনৌতেই আইপিএলে কাজ করেছেন। যদিও আইপিএলে কাজ করার পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচের পদেও আছেন মরকেল। এবং এই দায়িত্ব পালন করার সাথে সাথেই আইপিএলেও কাজ করে যাবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post