স্পোর্টস ডেস্কঃ আইপিএলের পরবর্তী আসরে খেলতে চান মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই পেসার সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। আগামী বছরই উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার প্রস্তুতি হিসেবেই আইপিএলে খেলতে চান অজি গতিতারকা।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে স্টার্ক দুই মৌসুমে ২৭ ম্যাচ খেলেছিলেন। যেখানে তার শিকার ৩৪টি। ২০১৫ সালের পর তাকে বিশ্বের জমজমাট এই লিগে দেখা যায়নি। সেবার ব্যাঙ্গালোরের জার্সিতে ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
আইপিএল খেলা প্রসঙ্গে স্টার্ক বলেন, ‘দেখুন আট বছর হয়ে গেছে (আইপিএল না খেলার)। আমি অবশ্যই পরের বছর সেখানে (আইপিএল) যেতে চাই। অন্য সবকিছুর বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এটা বড় প্রস্তুতি হবে। আইপিএলে কেউ যদি আমার ওপর আগ্রহী হয় তাহলে এটা দারুণ সুযোগ। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ।’
আইপিএল ছাড়া স্টার্ক আরও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও ইংল্যান্ডের কাউন্টিতে দেখা গেছে তাঁকে। মূলত ২০১৫ সালের পর আইপিএলে তিনি খেলেন নি চোট এড়াতে। জাতীয় দলকে প্রাধান্য দিতে গিয়েই তিনি কাড়ি কাড়ি টাকার আইপিএলকে এতোদিন দূরে সরিয়ে রেখেছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post