স্পোর্টস ডেস্কঃ মাহেন্দ্র সিং ধোনির বয়স এখন ৪২। এই বয়সেও দারুণ খেলে যাচ্ছেন আইপিএলের মতো বিশ্ব সেরা লিগে। চলতি আসরে তিনি চেন্নাই সুপার কিংসে আরেকবার নিয়ে গেছেন ফাইনালে। গতরাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫ রানে জিতেছে ধোনির দল। আগে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে ১৭২ রান করে সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই। জবাব দিতে নেমে হার্দিক পান্ডিয়ার দল থামে ১৫৭ রানে।
এবারের আসরে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার দায়িত্বে বেশ সফল ধোনি। ১৮৫.৭২ স্ট্রাইক রেট-এ ব্যাট করেছেন তিনি। চলতি আসরে ছন্দে থাকলেও আগামী আইপিএলে খেলবেন কিনা জানা নেই সাবেক ভারতীয় অধিনায়কের। চেন্নাইকে ফাইনালে পৌঁছিয়ে ধোনি জানালেন, নিজের ভবিষ্যৎ ঠিক করবেন আগামী ডিসেম্বরে।
ধোনি বলেন, ‘আমি জানি না। সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আরও ৮-৯ মাস সময় পড়ে আছে। ডিসেম্বরের দিকে ছোট একটি নিলামও হয়তো হবে। তাই এখনই কেন মাথা ঘামাব? সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০