স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে মাহমুদউল্লাহ রিয়াদ-মেহেদি হাসান মিরাজ-এনামুল হক বিজয় ফরচুন বরিশালের জার্সিতে খেলেছিলেন। এবারও তাদের এই দলের হয়ে খেলতে দেখা যাবে। জাতীয় দলের তিন তারকাকে রিটেইন করার খবর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে বরিশাল ফ্যাঞ্চাইজি।
গত আসরে বরিশালের হয়ে খেলেছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি পালন করেছেন অধিনায়কের দায়িত্বও। তবে তাকে ধরে রাখেনি বরিশাল। সাকিব দলবদল করে পাড়ি জমিয়েছেন রংপুর রাইডার্সে। তাঁর জায়গায় বরিশাল তামিম ইকবালকে আইকন হিসেবে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে। এরপর ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করে।
২০২৪ বিপিএল জাতীয় নির্বাচনের পরপরই মাঠে গড়াবে বলে বিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ১০ জানুয়ারিতে আগামী বিপিএল শুরু করতে চায় বিসিবি, তবে তা নির্ভর করছে জাতীয় নির্বাচনের তারিখের ওপর। ২০২৪ সালের বিপিএল শুরুর সম্ভাব্য একটি সময় আগেই ঠিক করে রেখেছে বিসিবি। তবে আগের সেই সিদ্ধান্ত অনুযায়ী নয়, বোর্ডকে এখন পরিকল্পনা সাজাতে হচ্ছে জাতীয় নির্বাচনের তারিখ ভাবনায় রেখে।
এদিকে গত মৌসুমে বরিশালের হয়ে ১৩ ম্যাচে ২৮০ রান করেছিলেন বিজয়। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা এই ক্রিকেটারের উপর এবারও আস্থা রেখেছে বরিশাল। লোয়ার অর্ডার ব্যাটার হলেও সবশেষ মৌসুমে ওপেনিংয়ে বেশ কয়েকবারই দেখা গেছে মিরাজকে। বরিশালের জার্সিতে সেবার ১০ ম্যাচে ২০৮ রান করেছিলেন তিনি। বল হাতে অবশ্য ৫ উইকেটের বেশি পাননি এই অলরাউন্ডার। তাঁর উপরও আস্থা রেখেছে পদ্মাপাড়ের দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০