স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরেও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করবেন মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। মাশরাফীকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। মাঠের অধিনায়ক। হৃদয়ের নেতা।’
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটেই শুধুমাত্র ঈর্ষনীয় রেকর্ড নেই মাশরাফীর। দেশের ঘরোয়া ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলেও অধিনায়ক হিসেবে সেরা সাফল্য আছে তাঁর। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ চারবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন মাশরাফী। প্রথম পাঁচ আসরের মধ্যে চারটিতে অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরেছেন তিনি।
২০১২ ও ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জেতেন মাশরাফী। এরপর ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সেরার মুকুট মাথায় তোলেন দেশসেরা অধিনায়ক। পরবর্তীতে ২০১৭ সালে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হন ‘নাম্বার ০২’।
এরপর সবশেষ আসরে প্রথমবার অংশ নেওয়া সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেন মাশরাফী। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে গোটা আসরে দুর্দান্ত খেলে দলটি। অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে দল গড়েছিলো সিলেট। কিন্তু মাশরাফী ম্যাজিকে ম্যাচ জয়ী খেলোয়াড় হয়ে উঠেছিলেন তৌহিদ হৃদয়, জাকির হাসান, তানজিম হাসান সাকিবরা। দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তারা।
আগামী ১০ জানুয়ারিতে আগামী বিপিএল শুরু করতে চায় বিসিবি, তবে তা নির্ভর করছে জাতীয় নির্বাচনের তারিখের ওপর। ২০২৪ সালের বিপিএল শুরুর সম্ভাব্য একটি সময় আগেই ঠিক করে রেখেছে বিসিবি। তবে আগের সেই সিদ্ধান্ত অনুযায়ী নয়, বোর্ডকে এখন পরিকল্পনা সাজাতে হচ্ছে জাতীয় নির্বাচনের তারিখ ভাবনায় রেখে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post