আগামী ৭ জুন শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

0
64

স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ১১ জুন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। লন্ডনের ওভালে হবে ম্যাচ। ফাইনালের জন্য ১২ জুন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের ফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তারা মোট ম্যাচের ৭৫.৫৬ শতাংশ জয় পেয়েছে। দুই নম্বরে জায়গা ধরে রেখেছে ভারত। তারা ৫৮.৯৩ শতাংশ ম্যাচে জয় পেয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ।

এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারণ হয়ে যাবে। পয়েন্ট টেবিলে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। তারা মোট ম্যাচের ৫৩.৩৩ শতাংশ ম্যাচে জয় লাভ করেছে।

২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যুও আগেই চূড়ান্ত করেছে আইসিসি। আগামী চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ইংল্যান্ডের লর্ডসে। সবশেষ আসরের ফাইনালেরও আয়োজক ইংল্যান্ড। ২০২১ সালে সাউথ্যাম্পটনে প্রথম চক্রের ফাইনালে ভারতকে নিউজিল্যান্ড হারিয়েছিল ৮ উইকেটে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here