আগুনে ক্ষতির সম্মুখীন হওয়া ব্যবসায়ীদের ইফতার করাবেন সাকিব

0
62

স্পোর্টস ডেস্কঃ স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানী ঢাকার বঙ্গবাজার মার্কেট। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ শুরু করে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়।

এই আগুনে নিঃস্ব হয়ে পড়েছেন বঙ্গবাজারের শতশত ব্যবসায়ী। তাদের এমন খারাপ সময়ে এগিয়ে এসেছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। এই সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথমদিনের খেলা শেষে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এমন ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।

সাকিব তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি নিশ্চিত আপনারা ইতোমধ্যেই জানেন যে, বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে সেখানকার প্রত্যেক ব্যবসায়ী তাদের উপার্জনের সবকিছু হারিয়েছে। এটা তাদের জন্য খুবই কঠিন সময়, বিশেষ করে এই রমজানে। ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে। যা দেখা-শুনা করবে মাস্তুল ফাউন্ডেশন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here