আগের দিন বাংলাদেশের জার্সিতে, পরদিনই ডিপিএলে তামিম-মুশফিকরা

0
180

নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। যেই দলের অংশ ছিলেন অধিনায়ক তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম ও ইয়াসির আলি চৌধুরি রাব্বি। এই তিন ক্রিকেটারের মধ্যে ম্যাচ খেলেছেন তামিম ও মুশফিক। সেই ম্যাচে ছিলেন না রাব্বি।

তবে কয়েক ঘন্টা না পেরোতেই তিন ক্রিকেটার পরদিন শুক্রবার নেমে গেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। ডিপিএলে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে প্রাইম ব্যাংক। আর সেই ম্যাচের একাদশে আছেন তামিম ও মুশফিক দুজনই। আছেন রাব্বিও।

নায়ারণগঞ্জের ফতুল্লায় অবস্থিত খান ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ও মোহামেডান। সেখানেই খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব একাদশ
তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, অলক কাপালি, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি, রুবেল হোসেন, নাসির হোসেন, আদিল আমিন ও তাইজুল ইসলাম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here