স্পোর্টস ডেস্কঃ ২০০৭ থেকে ২০২১ সালের মধ্য পর্যন্ত সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ক্রিকেটার ছিলেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অফ ফর্মের কারণ দেখিয়ে সবশেষ ২০২২ বিশ্বকাপে এই অলরাউন্ডারকে দলে রাখা হয় নি। তবে রিয়াদ মনে করেন, ঐ বিশ্বকাপের দলে থাকতে পারতেন তিনি! এবারের বিশ্বকাপ খেলতে রিয়াদ এখন যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক সময়ে টাইগারদের সবচেয়ে ভরসার নাম এই তারকা।
বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে রিয়াদ বলেছেন, ‘২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন আমি ছিলাম না, খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল, দলে হয়তো থাকতে পারতাম। কিন্তু হয়নি এবং ওটার জন্য আমার কোনো কষ্টও নেই। আমি সব সময়ই আলহামদুলিল্লাহ, যেটা বলি দলের জন্য যতটুকুই আমি করতে পারি, সেটা আমার উপস্থিতি দিয়ে হোক, পারফরম্যান্স দিয়ে হোক, আমার অভিজ্ঞতা দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সব সময় নিংড়ে দিই।’
বিসিবির ভিডিওতে রিয়াদ আরও বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা সবসময় স্পেশাল সিরিজ বা টুর্নামেন্ট যাই হোক। যখন জার্সিটা পরি এটা খুব ভালো অনুভূতি দেয়। ট্রফি জিততে ভাগ্যের সহায়তা লাগে। আমরা কয়েকটা মেগা ইভেন্টে কাছাকাছি গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি। কিন্তু নতুন একটা আসছে সামনে। সমর্থন আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু আমরা করতে পারি। স্ট্রাগল তো সবসময় করে আসছি। সবসময়ই আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহকেই যা কিছু বলার বলি। সবসময় মনে করি আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুর শিক্ষা থাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post