স্পোর্টস ডেস্কঃ ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড। গতরাতে দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতেছে তারা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোতে উঠেছে এরিক টেন হাগের দল। আর তাদের কাছে ১৫ বছর পর হেরে চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা লিগেও বিদায় নেওয়ায় বার্সার ইউরোপ অভিযাত্রা শেষ হলো বিষাদে।
তবে ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বললেন, এবার উন্নতি হয়েছে তার দলের। জাভি বলেন, ‘আমার বিশ্বাস, আগের মৌসুমের চেয়ে এবার আমরা ভালো খেলেছি। অন্তত এবার তো লড়াই করেছি! এই মৌসুমে আমাদের বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান (চ্যাম্পিয়ন্স লিগে) এবং এখন ম্যানচেস্টার ইউনাইটেড, এমন বড় ও শক্তিশালী ক্লাবের বিপক্ষে খেলতে হয়েছে। যদিও আমরা যথেষ্ট ভালো ছিলাম না, তাদের পর্যায়ে খেলতে পারিনি।’
ইউরোপ থেকে বিদায় নিলেও ঘরোয়া লিগে ভালো অবস্থানে আছে বার্সেলোনা। লা লিগায় তারা শীর্ষে আছে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে। টানা সপ্তম জয়ে ২২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫৯। শিরোপা ধরে রাখার লড়াইয়ে পিছিয়ে পড়া রিয়ালের পয়েন্ট সমান ম্যাচে ৫১। কোপা দেল রে-তে সেমি-ফাইনালে খেলবে তারা রিয়ালের বিপক্ষেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post