নিজস্ব প্রতিবেদকঃ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করতে নামা টাইগাররা দ্রুত পেয়েছে সাফল্য। ইনিংসের তৃতীয় ওভারে স্বাগতিকদের উদযাপনের উপলক্ষ এনে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
একাদশে ফিরেই শরিফুল আউট করেছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজ করতে পেরেছেন মাত্র ১ রান। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা হাশমাতুল্লাহ শহীদির দল। জাদরান ৬ বলে ১ রান করেছেন।
শরিফুলের অফ স্টাম্পের বাইরে পিচ করা বল জাদরানের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। অনায়াস ক্যাচ ধরেন এই উইকেটকিপার। গত মাসে মিরপুর টেস্টে ইব্রাহিমকে দুই ইনিংসেই আউট করার পর এবারও তাকে ফেরালেন শরিফুল।
এদিকে তৃতীয় ওয়ানডেতে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তাইজুল ইসলাম। এই তিনজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন এবাদত হোসেন, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান। এদিকে আফগানিস্তান তাদের সেরা খেলোয়াড় রশিদ খানকে বিশ্রামে রেখে মাঠে নেমেছে। অভিষেক হয়েছে আব্দুল রহমান ও জিয়া উর রহমানের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া উর রহমান ও আব্দুল রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০