স্পোর্টস ডেস্ক:: আগের রাতে ডাক পেয়েছিলেন ওয়ানডে দলে। খেলা হয়নি ম্যাচ। এক ম্যাচ শেষ হতেই পরের রাতে ওয়ানডে দল থেকে বাদ পড়লেন তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। সিরিজ হারের রাতেই শেষ ম্যাচের দল দিলো বোর্ড।
শুক্রবার দ্বিতীয় ওয়ানডের ম্যাচের জন্য বৃহস্পতিবার রাতে দলে ডেকে নেওয়া হয় শামীম পাটোয়ারীকে। শুক্রবার রাতে তৃতীয় ওয়ানডের ঘোষণা করা দলে নাম নেই এই ব্যাটারের। তবে তিনি টি-২০ সিরিজের দলে আছেন শুরু থেকেই।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সফরকারী ইংল্যান্ড। ডেভিড মালানের সেঞ্চুরিতে প্রথম ম্যাচ জয়ের পর জেন রয়ের সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচও দলটি জিতে নিয়েছে ১৩২ রানের বড় ব্যবধানে।
সিরিজের নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্টিত হবে আগামি ৬ মার্চ। এরপরই সাগরিকায় শুরু হবে টি-২০ ম্যাচ। প্রথম টি-২০’র পর দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল:: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তাওহীদ হৃদয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post