আগের রাতে বিসিবি সভাপতির ফোন, পরদিনই উইন্ডিজে শরিফুল

0
29

স্পোর্টস ডেস্ক:: আগের দিনও জানতেন না তিনি ওয়েস্ট ইন্ডিজে যাবেন টেস্ট খেলতে। নিজের মতোই ছিলেন ঢাকাতে। ইনজুরি থেকে মুক্ত হয়ে নিজেকে ফিট প্রমাণে ছিলেন ব্যস্ত। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের হারের পরই পাল্টে যায় চিত্র।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ফোন করে জানান, ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে দ্বিতীয় টেস্টের জন্য। তিনিও তাতে রাজি হয়ে যান। রাত পেরিয়ে পরদিনই তাই উইন্ডিজের বিমানে উঠছেন পেসার শরিফুল ইসলাম। মানষিক কোনো প্রস্তুুতি ছিলো না, তবে সভাপতি নাজমুল হাসানের বলার পরপরই উইন্ডিজে যাওয়ার জন্য তৈরি হয়ে যান তিনি।

হঠাৎ করে উইন্ডিজে যাওয়া হচ্ছে। কোনো প্রস্তুুতি ছিলো কিনা জানতে চাইলে পেসার শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গতকাল রাতে পাপন স্যার (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) কল দিয়ে বলছিল, আমি যাব…এই।’

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার সুযোগ মিলছে, তাই উচ্চ্বসিত শরিফুল বলেন, ‘অবশ্যই এক্সাইটিং। আমার খুব ইচ্ছে ছিল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার, এখন যাচ্ছি। দেখা যাক যাওয়ার পর কি হয়।’

চোট কাটিয়ে ফিরতে পেরে ভালো লাগছে জানিয়ে এই পেসার বলেন, ‘ভালো ফিল হচ্ছে, মনে হচ্ছে ভালো অবস্থানে আছি। ইনজুরির পরে কষ্ট লাগে রিহ্যাবে থাকতে। কারণ সবাই চায় যে খেলার মধ্যে থাকতে, কোনো একটা ম্যাচ মিস করলে সবারই কষ্ট হয়। সেখান থেকে ফিরলে ভালো লাগে।’

সেন্ট লুসিয়ায় স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন শরিফুল ইসলাম। তাকে স্কোয়াডে যোগ করার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে, ‘বাঁহাতি পেসার শরিফুল সেন্ট লূসিয়ার উদ্দেশ্যে আজ রাতে রওয়ানা হচ্ছেন।’

ব্যাটারদের ব্যর্থতায় দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই টেস্ট সিরিজটি। দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা। শুরুতেই টপঅর্ডারে ধ্বস নামছেন। যা ভাবিয়ে তুলেছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টকে।

বাংলাদেশ স্কোয়াড:: সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, নুরুল হাসান সোহান লিটস দান, মাহমুদুল হাসান জয়, তামিমই কবাল, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, রেজাউর রহমান রাজা, খালেদ আহমদ ও শরিফুল ইসলাম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here