নিজস্ব প্রতিবেদকঃ এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। দলটির দুই বিদেশি ফুটবলার শেষ সময়ে গোল করে দলকে জয় এনে দেন। সোমবার কিংস অ্যারেনায় ‘ডি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপের ক্লাবটি প্রথমার্ধে রেগান ওবেংয়ের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ববুরবেক ইয়ালদাশেভের গোলে সমতায় আসার সাত মিনিট পর বসুন্ধরার হয়ে জয়সূচক গোলটি করেন মিগুয়েল ফেরেইরা।
জিতলেও কিংসের স্প্যানিশ কোচ জানালেন, আগে গোল হজম না করার উপায় খুঁজতে হবে তাদের। ম্যাচ শেষে বাংলাদেশ চ্যাম্পিয়নদের কোচ অস্কার ব্রুজন বলেন, ‘সবসময় আগে গোল খাওয়া মানে আমরা প্রতিপক্ষকে তাদের মতো করে ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছি। যদি আপনারা দেখে থাকেন, ম্যাচের শুরুর দিকে মাজিয়া মাঝমাঠে উঠে এসে খেলছিল, যে-ই তারা গোল পেল, নিচে নেমে খেলা শুরু করল। তাতে ম্যাচটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল, বিশেষ করে প্রথমার্ধে।’
ব্রুজন আরও বলেন, ‘ভালো বিষয় হচ্ছে, এখনও আমরা গ্রুপে শীর্ষে আছি। আমি নিশ্চিত, আমার কাছে আপনারা অন্য ম্যাচের (মোহন বাগান-ওড়িশা) ফল জানতে চাইবেন এবং আমি সেখানে কোনো ড্র চাই না। যদি ড্র হয়, তাহলেও গ্রুপ পর্বে আমাদের শেষ ম্যাচের পর টেবিলে আমরা তৃতীয় স্থানে থাকতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post