স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড দল। ইংলিশদের প্রতিপক্ষে তাদেরই পার্শ্ববর্তী স্কটল্যান্ড। গায়ানার ব্রিজটাউনে দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল।
স্কটল্যান্ড একাদশ
রিচি বেরিংটন (অধিনায়ক), জর্জ মুন্সী, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমালাম, ম্যাট ক্রস, মাইকেল লিসক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, ব্র্যাড ওয়েল, ক্রিস সোলে এবং ব্র্যাড কারি।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান, জোর্ফ্রা আর্চার, মার্ক উড এবং আদিল রশিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post