আগে ব্যাটিংয়ে গায়ানা, একাদশে নেই সাকিব

0
67

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গায়ানা অধিনায়ক শিমরন হেটম্যায়ার।

তব এই ম্যাচে গায়ানার একাদশে নাম নেই সাকিব আল হাসানের। বাংলাদেশের এই পোস্টারবয় খেলছেন না ম্যাচটি। ধারণা করা হচ্ছিল এই ম্যাচ দিয়ে এবারের সিপিএল মিশন শুরু করতে পারেন সাকিব। কিন্তু, সেটা হচ্ছে না।

গায়ানার একাদশে থাকা চার বিদেশি ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন, ইমরান তাহির ও তাবরাইজ শামসি। এছাড়া আছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ইতিমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে। তবে খুব একটা স্বস্তিতে নেই দলটি। এক হার ও এক পরিত্যক্ত ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে আছে টেবিলের।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
শিমরন হেটম্যায়ার (অধিনায়ক), চন্দরপল হেমরাজ, পল স্টার্লিং, শাই হোপ, হেনরিখ ক্লাসেন, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, ইমরান তাহির ও তাবরাইজ শামসি।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, ড্যারেন ব্রাভো, ডেওয়াল্ড ব্রেভিস, শেরফানে রাদারফোর্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, ডুয়ান জেনসেন, শেলডন কটরেল, জন-রাস জাগেসার ও আকিলা ধনাঞ্জয়া।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here