স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের প্রথম রাউন্ডে সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করবে নেদারল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক।
প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’র ম্যাচে মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব-আমিরাত ও নেদারল্যান্ডস। দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে নামিবিয়া। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল।
আজ ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বিশ্বকাপ। প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ২১ অক্টোবর পর্যন্ত। পরদিন থেকে শুরু হবে সুপার টুয়েলভের খেলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০