নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে জয়ের ধারা অব্যাহত রাখতে মুখোমুখি লড়াইয়ে নামছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ।
তবে এর আগে ইতিমধ্যেই হয়েছে ম্যাচের টস। আর সেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, বাবর আজম, ব্রেন্ডন কিং, ফজলে রাব্বি, শেখ মেহেদী, মোহাম্মদ নবি, শামীম পাটোয়ারি, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, আমির জামাল, রেইমন রেইফার, আলিস আল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post