স্পোর্টস ডেস্কঃ ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে আচমকাই অবসরের ঘোষণা দিলেন গ্যারেথ বেল। ওয়েলসের এই ফরোয়ার্ড সবশেষ কাতার বিশ্বকাপে খেলেছেন অধিনায়ক হিসেবে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্লাব ফুটবল ফেরার আমেজই অবসরের ঘোষণা দিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
সোমবার একটি বিবৃতিতে ৩৪ বছর বয়সী বেল লিখেছেন, ‘সতর্কতাপূর্ণ এবং চিন্তাশীল বিবেচনার পরে, আমি ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবিলম্বে অবসর ঘোষণা করছি। আমি যে খেলাটিকে ভালোবাসি সে খেলার স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে আমি অবিশ্বাস্য ভাবে ভাগ্যবান বোধ করছি। এটি সত্যিই আমাকে অনেক কিছু দিয়েছে। আমার জীবনের সেরা কিছু মুহূর্ত।’
২০১৩ সালে বেলকে সে সময়ের রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো দিয়ে নিজেদের ক্লাবে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে এরপর চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি লা লিগা, কোপা দেল রে জেতার কীর্তি গড়েছিলেন তিনি। রিয়ালের ১৭৬ ম্যাচ খেলে ৮১ গোল দিয়েছিলেন এই ফুটবলার।
এ ছাড়াও টটেনহ্যামের জার্সিতেও পঞ্চাশের অধিক গোল করেছিলেন বেল। স্পেন-ইংল্যান্ড ছাড়াও তিনি খেলেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ৬৪ বছর পর নিজ দেশকে বিশ্বকাপে সুযোগ করে দেওয়া বেল জাতীয় দলের জার্সিতে করেছিলেন ৪১ গোল।
এর আগে ক্লাব ফুটবলে বেলের যাত্রা শুরু হয় ২০০৬ সালে; ইংলিশ ক্লাব সাউদাম্পটনের হয়ে। এক বছর এই ক্লাবে ৪০ ম্যাচে করেছেন পাঁচ গোল। এরপর ২০০৭ সালে যোগ দেন টটেনহ্যাম হটস্পারে। ক্লাবটির হয়ে ২০১৩ সাল পর্যন্ত ১৪৬ ম্যাচে করেন ৪২ গোল।
২০১৩ সারে দুর্দান্ত ফর্মে থাকা বেল যোগ দেন রিয়াল মাদ্রিদে। আর এখানেই তার অর্জনের সংখ্যা ভারি হতে থাকে। ক্লাবটির হয়ে বেল জেতেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও তিনটি লা লিগা। একইসঙ্গে তিনটি উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জেতেন ওয়েলসের এই তারকা ফরোয়ার্ড। লস ব্লাঙ্কোসদের হয়ে নামের সঙ্গে যোগ করেছিলেন একটি কোপা দেল রেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post