স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে আজ রাতে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। তবে বৃষ্টিতে ভেসে যেতে পারে আজকের ম্যাচও। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছেন, আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা আছে গায়ানায়।
সিরিজের শেষ ম্যাচটির আগে বাংলাদেশ টিকমতো অনুশীলনও করতে পারেনি বৃষ্টির কারণে। আজ ম্যাচ চলাকালেও বেরসিক বৃষ্টি হাজির হতে পারে ম্যাচ ভেন্যুতে। বৃষ্টি আঘাত হানলে ম্যাচটি শেষ পর্যন্ত কার্টেল ওভারে হতে পারে। যেমনটা হয়েছিলো সিরিজের প্রথম টি-২০ ম্যাচে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। বৃষ্টি বাঁধায় বিলম্ভে শুরু হওয়া ম্যাচটিতে বাংলাদেশ ব্যাটিং করা মাত্র ১৩ ওভার পর্যন্ত। আম্পায়াররা দু’দফা ওভার কমিয়েও শেষ করতে পারেননি ম্যাচ। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেন।
তবে ডোমিনিকায় দ্বিতীয় টি-২০ ম্যাচটি বৃষ্টির শঙ্কা মাথায় নেই শেষ হয়। দু’দলই পুরো ইনিংস খেলে। আজ গায়ানায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হতে যাওয়া তৃতীয় টি-২০ ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া বার্তা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০