আজও শ্রীলঙ্কায় যেতে পারছেন না লিটন দাস

0
59

নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ইতোমধ্যে পৌঁছেছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৩১ আগস্ট প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। তবে এখনও দলের সাথে যোগ দিতে পারেন নি ওপেনার লিটন দাস।

বাংলাদেশ দলের সাথে গতকাল (রোববার) শ্রীলঙ্কায় যেতে পারেন নি লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল জ্বরে আক্রান্ত তিনি। আজ (সোমবার) ক্যান্ডি যাওয়ার কথা লিটনের। কিন্তু জানা গেছে আজও লঙ্কা দ্বীপে যাওয়া হচ্ছে না এই উইকেটকিপার ব্যাটারের।

রোববার লিটনের জ্বর আসলে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। যদিও ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ আসে। তবে শরীর এখনও সুস্থ হয়নি এই ওপেনারের। প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষাও করিয়েছেন তিনি। তবে সবকিছুর রিপোর্টই ছিল ইতিবাচক। যার কারণে তাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছে না বিসিবি।

তবে প্রথম ম্যাচে (৩১ আগস্ট) লিটনের খেলা নিয়ে শঙ্কা রয়েই গেছে। এদিকে বিকল্প ওপেনার শ্রীলঙ্কায় পাঠাতে পারে বিসিবি। জানা গেছে সাইফ হাসান বা জাকির হাসানকে দলে যুক্ত করা হতে পারে। তবে সেটি নির্ভর করছে  লিটনের শারীরিক অবস্থার ওপর।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল-

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম ও তানজিম হাসান সাকিব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here