স্পোর্টস ডেস্কঃ ডানহাতি ব্যাটার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে লিড নিলো স্বাগতিক শ্রীলঙ্কা। প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়াকে ৬ হারিয়েছে স্বাগতিকরা। নিশাঙ্কা ১৩৭ রান করেন। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে লঙ্কানরা।
তৃতীয় ওয়ানডেতে আহত অবসর নিয়ে মাঠ ছাড়া কুসল মেন্ডিস পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। পরের ম্যাচ খেলার জন্যও প্রস্তুত তিনি। আগের ম্যাচে নিশাঙ্কার সঙ্গে ১৭০ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দিয়েছেন মেন্ডিস। কিন্তু ৮৫ বলে ৮৭ রান করে সাজঘরে ফিরেছেন রিটায়ার্ড হার্ট হয়ে।
মেন্ডিসের চোট প্রসঙ্গে এসএলসির প্রধান চিকিৎসক ডামিন্ডা আত্তানায়েকে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, তিনি ‘নিউরোমাসকুলার ক্র্যাম্পের কারণে’ মাঠ ছেড়েছেন। তবে মঙ্গলবারের ম্যাচের জন্য ফিট আছেন।